কিশোরবাংলাপ্রতিবেদন: বাংলাদেশে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন মেলা- ২০১৮ উদ্বোধন করেন। এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার উপজেলা প্রশাসন, কামারখন্দ উপজেলা চত্বরে ১১, ১২, ১৩ জানুয়ারি আয়োজন করে উন্নয়ন মেলার।
মেলায় বেশি দেখা যায় শিক্ষার্থীদের। প্রত্যেকটি স্টলে শিক্ষার্থীদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। স্টলে স্টলে প্রজেক্টরের মাধ্যমে নিজেদের কাজগুলি দেখায়। আর সেসব উপস্থাপনার মাধ্যমে উপজেলার কী উন্নয়ন সাধিত হয়েছে তা দেখানো হয়। উপজেলার সব স্তরের অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন মন্ত্রাণালয়ের মোট ২৭ টি স্টল হয়।
শেষদিন শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। সেখানে দেশের উন্নয়ন নিয়ে জারি গান, দেশগান, নৃত্য পরিবেশন, উন্নয়ন মূলক নাটক ও কৌতুক পরিবেশিত হয়।
এবারের মেলায় ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে উপস্থাপন করা হয়।
এ ছাড়াও মেলায় বর্তমান সরকারের ১০টি বিশেষ উদ্যোগকেও জনগণের মাঝে তুলে ধরা হবে। এ ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ওপরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় আলোচনা সভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়। দেশবরেণ্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। মেলা চলাকালীন প্রতিদিন বিকেলে আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ, আলোচনা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার।