কিশোরবাংলাপ্রতিবেদন: ঈশ্বরদীতে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সেরা ‘মা’ সম্মাননা প্রদান এবং শিক্ষার মান উন্নয়নে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর এয়ারপোর্ট প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক রানা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, প্রাথমিক শিক্ষা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা খান, সাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমসেদ আলী সরকার এবং প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। এ সময় বক্তব্য রাখেন, প্রকৌশলী শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ ও শিক্ষক নওশাদ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ‘মা’ অভিভাবকরা শ্রেণী কক্ষের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু অতি অল্প সময়ের মধ্যে তা সমাধানের ঘোষণা দেন।