ইয়েমেনে ক্ষুধায় মারা গেছে ৮৫ হাজার শিশু

কিশোর বাংলা প্রতিবেদন: ২০১৫ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে এখনো পর্যন্ত পাঁচ বছরের নিচের আনুমানিক ৮৫ হাজার শিশু ক্ষুধা ও অসুখে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি-নেতৃত্বাধীন জোট ২০১৫ সালের মার্চে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার পর দেশটিতে ১৩ লাখের অধিক শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে।

সেভ দ্য চিলড্রেনের ইয়েমেন পরিচালক তামির কিরোলোস বলেন, ‘বোমা ও গুলিতে নিহত প্রতিটি শিশুর বিপরীতে ডজন খানেক শিশু অনাহারে মারা যাচ্ছে এবং এটা সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য।’ এভাবে যেসব শিশু মারা যাচ্ছে তারা অত্যন্ত কষ্টভোগ করে পৃথিবী ত্যাগ করছে বলে মন্তব্য করেন তিনি।

যুদ্ধ ও সৌদি নেতৃত্বাধীন অবরোধের কারণে ইয়েমেনে বিশ্বের সবচেয়ে বাজে মানবিক সংকটের সৃষ্টি হয়েছে, যাতে ৮০ লাখের অধিক মানুষ অনাহারে থাকার ঝুঁকিতে পড়েছে।