কিশোরবাংলাপ্রতিবেদন: ইরান গেল দুই কিশোর রেসলার। ইরান রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ২ ও ৩ আগস্ট দুইদিনব্যাপী ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ান ফ্রিস্টাইল স্কুল বয়েজ রেসলিং চ্যাম্পিয়নশিপ’।
এতে বাংলাদেশের ৯ম শ্রেণীর ছাত্র ইমন মিয়া ৫২ কেজি ওজন শ্রেণীতে এবং ৮ম শ্রেণীর ছাত্র মাহাবুব আলম ৫৭ কেজিতে অংশ নেবে। দু’জনেরই গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। এই দুই তরুণ রেসলার ২০১৭ সালে এনএসসির প্রতিভা অন্বেষণ কার্যক্রম থেকে উঠে এসেছে।
বুধবার সকাল ১১টায় বিমানযোগে ইরানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। এই দু’জনের সঙ্গে অফিসিয়াল হিসেবে যাচ্ছেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ।