‘ইভোল্যুশন অফ ইয়ুথ’-এর উদ্যোগ ‘ট্রায়ো-ম্যানিয়া ২.০’-এর ম্যাগাজিন পার্টনার হল কিশোর বাংলা

কিশোর বাংলা প্রতিবেদনঃ ‘ইভোল্যুশন অফ ইয়ুথ’-এর উদ্যোগ ‘রেমিনিসিং দ্যা কম্ব্যাট্যান্টসঃ ট্রায়ো-ম্যানিয়া ২.০’-এর ম্যাগাজিন পার্টনার হয়েছে  কিশোর বাংলা। ইভেন্টটি ফেব্রুয়ারি মাসের প্রথমে শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

ইভেন্টটিতে ফটো ম্যানিয়া ও আর্ট ম্যানিয়ার পাশাপাশি থাকছে বিশেষ সেগমেন্ট রিমেম্বারিং দ্যা লিজেন্ডস। বিশেষ এই সেগমেন্টে অংশগ্রহণকারীরা ২০২০ এর প্রয়াত কিংবদন্তিদের নিয়ে নিজের সৃষ্টি যেকোনো কন্টেন্ট জমা দিতে পারবে।

এই ইভেন্টটিতে বিজয়ীদের জন্য আকর্ষণীয় অর্থ পুরস্কার রয়েছে।

এই ইভেন্টটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ‘লিটল স্টেপস কিডস ক্লাব। এছাড়াও রেডিও পার্টনার হিসেবে আছে স্পাইস এফএম, মিডিয়া পার্টনার রেডিও কার্নিভাল ও আউটরিচ পার্টনার সুপার ম্যানিয়াক্স।

এর আগে ২০২০ সালের আগস্টের মাঝামাঝিতে ‘ইভোল্যুশন অফ ইয়ুথ’ তাদের প্রথম ইভেন্ট ‘ফটো ম্যানিয়া’ আয়োজন করে। করোনার মাঝে তারা গৃহহীন পথশিশুদের জন্য আয়োজন করে ‘প্রজেক্ট ইচ্ছেপূরণ’। এরপর আয়োজন করে আলোড়ন সৃষ্টিকারী ইভেন্ট ‘ইয়ুথ আর্কাডিয়া’ আর শীতের মাঝে দরিদ্রদের জন্য নেয় উদ্যোগ ‘প্রজেক্ট উষ্ণ অনীল’।

সারাদেশের স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-কিশোরীদের সংগঠন ‘ইভোল্যুশন অফ ইয়ুথ’। বর্তমানে দেশের বাইরে কাতার ও ঢাকার বাইরে বেশ কয়েকটি শহর থেকেও কিশোর-তরুণরা সংস্থাটির সাথে যুক্র-হচ্ছে।