ইউটিউবের সব ভিডিও শিশুর উপযোগী নয়
কিশোর বাংলা প্রতিবেদন: ইউটিউবের সব ভিডিও শিশুর উপযোগী নয়। বিষয়টি মাথায় রেখে বেশ কয়েক দিন আগেই শিশুদের উপযোগী ভিডিও নিয়ে ‘ইউটিউব কিডস’ অ্যাপ চালু করে ইউটিউব। কিন্তু এসব ভিডিওতেও শিশুদের অনুপযোগী কন্টেন্ট থাকায় সমালোচনার মুখে পড়ে ইউটিউব কর্তৃপক্ষ।
এবার সমস্যা সমাধানে ‘ইউটিউব কিডস’ অ্যাপের হালনাগাদ সংস্করণ আনতে যাচ্ছে তারা। নতুন এ সংস্করণটিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিশুদের উপযোগী ভিডিও কন্টেন্ট নির্বাচনের পরিবর্তে এক দল দক্ষ কর্মীর মাধ্যমে নির্বাচন করা হবে।
ফলে মেশিন লার্নিং প্রযুক্তির অ্যালগরিদমকে বোকা বানিয়ে শিশুদের জন্য অনুপযুক্ত ভিডিও প্রচার করা সম্ভব হবে না। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করে গুগলের মুখপাত্র বলেন, ‘আমরা নিয়মিতই ইউটিউব কিডস অ্যাপ হালনাগাদ করছি।’
উল্লেখ্য, এর আগে সমালোচনার মুখে অ্যাপটিতে বিজ্ঞাপনবিহীন ভিডিও দেখার সুযোগ চালু করা হয়।