কিশোরবাংলাপ্রতিবেদন: ভারতের সাম্প্রতিক ধর্ষণকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় গভীর আশঙ্কা প্রকাশ করে সবকিছু দিয়ে শিশুদের রক্ষা করার আহ্বান জানিয়েছেন সানি লিওনি।
কাঠুয়া এবং উন্নাও ধর্ষণকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে সারা ভারতবর্ষ। ঘটনার প্রতিবাদে সোচ্চার সমাজের সর্বস্তরের মানুষ। এই ঘটনার প্রেক্ষিতে বলিউড অভিনেত্রী সানি লিওনি এক আবেগঘন বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নিজের ইন্সটাগ্রামে মেয়ের সঙ্গে এক ছবি পোস্ট করে লিখেছেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার হৃদয়, আত্মা এবং শরীরের প্রত্যেকটি অংশ দিয়ে সমস্ত খারাপ থেকে তোমাদের সুরক্ষিত করবো।
এর জন্য যদি আমাকে প্রাণ দিতে হয়, আমি তার জন্যও প্রস্তুত। আমাদের দেখতে হবে, আমাদের শিশুরা যেন সব ধরনের খারাপ থেকে নিজেদের সুরক্ষিত মনে করতে পারে। আসুন আমাদের সবকিছু দিয়ে আমাদের শিশুদের রক্ষা করি।”