আসছে কিশোর বাংলা’র ঈদ সংখ্যা, ২০২১
কিশোর বাংলা প্রতিবেদনঃ অল্প কিছুদিন পরেই ঈদুল ফিতর। করোনা সংক্রমণের ভয়াবহ আশংকার মাঝে এবারের ঈদে খুব একটা ঘুরাঘুরি হবে না হয়তো। কিন্তু বাংলাদেশের শিশুকিশোরদের ঈদের আনন্দকে অনেকগুণ বাড়িয়ে দিতে দেশের অন্যতম জনপ্রিয় শিশুকিশোর মাসিক পত্রিকা কিশোর বাংলা হাজির হচ্ছে ৪১৬ পৃষ্ঠার বিশাল ঈদ সংখ্যা নিয়ে। কিশোর বাংলা’র সম্পাদক মীর মোশাররেফ হোসেন জানান, আগামী ১০ মে বাজারে আসছে সংখ্যাটি। মূল্য হবে মাত্র ১০০ টাকা।
কিশোর বাংলা’র এই সংখ্যায় থাকছে ৯টি উপন্যাস। উপন্যাসগুলো লিখেছেন আহসান হাবীব, কাইজার চৌধুরী, আব্দুল হাই মিনার, আন্দালিব রাশদী, অনীশ দাস অপু, মোস্তফা মামুন, রতনতনু ঘাটী, রহীম শাহ ও আহমেদ খান হীরক। এর পাশাপাশি জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ধারাবাহিক উপন্যাসও থাকছে।
এই সংখ্যায় আরও আছে ২৪টি মজার মজার গল্প। গল্পগুলো লিখেছেন সেলিনা হোসেন, মাহবুব রেজা, সুজন বড়ুয়া, আহমেদ জসিম, অরুণ কুমার বিশ্বাস, আলী আসকর, সারওয়ার-উল-ইসলাম, উৎপলকান্তি বড়ুয়া, ফিউরি খোন্দকার, লিজি রহমান, ইমরুল ইউসুফ, সাইফুল ইসলাম জুয়েল, শিবুকান্তি দাশ, রফিকুর রশীদ, যারযিস আহমেদ, প্রশান্ত ভৌমিক, কৌশিক আহমেদ, সত্যজিৎ বিশ্বাস, নাসরীন সুলতানা মিতু, মোঃ শোয়াইব খান, মুহাম্মদ বরকত আলী, জাবের রহমান, শামস সাইদ ও মমতাজ বেগম।
এর সাথে আরও রয়েছে লুৎফর রহমান রিটন, রোমেন রায়হান, আসলাম সানী, আমীরুল ইসলাম, দেলওয়ার বিন রশিদ, গোলাম নবী পান্না, ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম জাহান, ব্রত রায়, ফারুক হাসান, মোশতাক আহমেদ, জসীম ওমর, রেবেকা ইসলাম, ইকবাল বাবুল, মামুন সারওয়ার, সুব্রত চৌধুরী, রমজান মাহমুদ, স.ম. শামসুল আলম, অজিতা মিত্র, দীপক বড়ুয়া, কামাল হোসাইন, আখতারুল ইসলাম, নাসিরুদ্দীন তুসী, হুমায়ুন আবিদ, মঈনুল হক চৌধুরী, আহসানুল হক, নুরুল ইসলাম বাবুল, দিলারা মেসবাহ, তূয়া নূর, আবুল হোসেন আজাদ, টিপু কিবরিয়া, আ.শ.ম. বাবর আলী, আবুল কালাম বেলাল ও অমিত বড়ুয়ার মত দেশবরেণ্য কবি ও ছড়াকারদের ছড়া-কবিতা।
পাঠকের আনন্দকে তুঙ্গে তুলতে সংখ্যাটিতে থাকবে ৫টি ছোট বড় কমিক্স। আহসান হাবীবের ধারাবাহিক কমিক্স, মোস্তফা মামুনের লেখা ও সব্যসাচী চাকমার আঁকা ধারাবাহিক গ্রাফিক নভেল, সাইফুল ইসলাম জুয়েলের লেখা ও সৈয়দ ইরফান আহমেদের আঁকা ধারাবাহিক কমিক্সের পাশাপাশি থাকছে সত্যজিৎ বিশ্বাসের লেখা ও আনিকা নাওয়ার ঈহার আঁকায় এবং সাইফুল ইসলাম জুয়েলের লেখা ও সৈয়দ ইরফান আহমেদের আঁকায় দুইটি পূর্ণাঙ্গ কমিক্সও থাকছে।
বিভিন্ন বিষয়ে নিয়মিত বিভাগে ও নতুন নতুন মজার বিষয়ে ফিচার লিখেছেন ডাঃ সজল আশফাক, তারিক মনজুর, হুমায়ূন কবীর ঢালী, প্রণব মজুমদার, অমিত কুমার কুণ্ডু, গুঞ্জন রহমান, নাফিজ ইসলাম লিপি, মনোয়ারুল ইসলাম, ডঃ আবদুল আলীম তালুকদার, রাহেনুর ইসলাম, ইশতিয়াক হাসান, মঈনুল হক চৌধুরী, বিনয় দত্ত, সাত্যকি দত্ত, রাজীব দত্ত, প্রশান্ত ভৌমিক, আপন অপু, শিমুল শাহিন, মোঃ সাদেকুল হক, মামুন আল সানি, গোলাম মোরশেদ সীমান্ত, মুহাম্মাদ সাইজু, আল সানি, রোমানা আহমেদ অন্নী ও ফারিয়া আনোয়ার-এর মত দেশসেরা অভিজ্ঞ ও সমকালীন ফিচারিস্টরা।
এছাড়াও সত্যজিৎ বিশ্বাসের সম্পাদনায় বাংলার হাসি বিভাগকে অনেক মজাদার করে তুলতে গল্প ও ছড়া-কবিতা লিখেছেন অমল সাহা, আহমেদ সাব্বির, শচীন্দ্র নাথ গাইন ও সোনালী ইসলাম। আর এই বিভাগে কমিক্স এঁকেছেন আরিফ ইকবাল ও আব্দুল্লাহ আল মারুফ।
এই সংখ্যাটির প্রচ্ছদ এঁকেছেন বিপ্লব চক্রবর্তী।
কিশোর বাংলা’র সম্পাদক মীর মোশাররেফ হোসেন বাংলাদেশের শিশুকিশোরদের উদ্দেশ্য করে বলেন, “বন্ধুরা, তোমাদের ঈদ আনন্দকে অন্যমাত্রায় নিয়ে যাবার জন্যই বর্তমানের কঠিন সময়েও আমাদের এতো ব্যাপক আয়োজন। তাই অবশ্যই এই সংখ্যাটি তোমরা সংগ্রহ করে পড়া শুরু করে দিয়ো।”
তিনি আরও বলেন, “এই ঈদের আনন্দের মাঝেও তোমাদের মনে করিয়ে দিতে চাই যে, আমাদের প্রিয় বাংলাদেশ মারাত্মক কোভিড-১৯ ঝুঁকির মধ্যে রয়েছে। তাই তোমরা অবশ্যই করোনাকালীন সরকারী স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো। আর এই ঈদে নিজের আশেপাশের গরীব-দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফোটাবার চেষ্টা করো। তাদের হাসিমাখা মুখগুলোই এই ঈদকে সার্থক করে তুলবে।”
সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কিশোর বাংলা’র সঙ্গেই থাকো। ঈদ মোবারাক।” কিশোর বাংলা পরিবারের প্রতিটি সদস্যকেও তিনি ঈদের শুভেচ্ছা জানান এবং এই কঠিন সময়েও এত বর্ণিল ও বহুমূখী একটি সংখ্যা পাঠকদের উপহার দেয়ার পেছনে যে নিরলস প্রচেষ্টা তার জন্য ধন্যবাদ জানান।