আলোকিত শিশু প্রোজেক্টের নতুন প্রকল্প ‘আনলিশিং ইউথ’
কিশোর বাংলা প্রতিবেদন: তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ, সচেতনতা এবং প্রতিবাদের চিন্তাধারা বৃদ্ধির জন্য আলোকিত শিশু এবং মানুষের জন্য ফাউন্ডেশন একত্রে ‘আনলিশিং ইউথ’ নামে ৬ মাসের একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তারকা, সাংবাদিক, আলোকিত শিশু ও মানুষের জন্য ফাউন্ডেশনের সদস্যসহ আরো অনেকে।
আলোকিত শিশু ও মানুষের জন্য ফাউন্ডেশন সর্বদাই চেষ্টা করেছে সমাজে কিছু বদল আনতে। যার হাত ধরেই এই প্রকল্পের প্রথম ধাপ শুরু হলো। এই প্রকল্পের মধ্যে আরও কিছু ভবিষ্যৎ প্রকল্প অন্তর্ভুক্ত যার মধ্যে একটি ‘সম্প্রীতি,’ যেটির বিষয়বস্তু হলো ‘লক্ষ্যযুক্ত ও উন্নত হস্তক্ষেপের মাধ্যমে মৌলবাদ এবং হিংস্রতা প্রতিরোধ’।
আলোকিত শিশুর প্রতিষ্ঠাতা মিঠুন দাস কাব্য অনুষ্ঠানে এই প্রকল্পের বিস্তারিত আলোচনা করেন। তাদের প্রকল্পটিতে দেশের ৬টি জেলায় সেমিনার এবং বিভিন্ন ওয়ার্কশপের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পথ নাটক উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে তারকাগণ ও অতিথিরা এ প্রকল্প সম্পর্কে তাদের অনুভূতির প্রকাশ করেন। আলোকিত শিশু প্রতিষ্ঠানের উপদেশদাতা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন শম্পা রেজা।