বাবা : যদি পরীক্ষায় ফেল করিস, তুই আমাকে আর বাবা বলে ডাকবি না।
ফল বের হওয়ার পর… বাবা : কিরে, তোর পরীক্ষার ফল কেমন হলো? ছেলে : আমি দুঃখিত রফিক সাহেব! বাবা : কী, তোর এতোবড় সাহস আমার নাম ধরে বলছিস! ছেলে : কী করবো, তুমিই তো বলেছিলে- আমি ফেল করলে যেনো তোমাকে বাবা বলে না ডাকি।