আমি কোন পণ্ডিতের ছেলে

বাবা : কিরে, তোর পরীক্ষার রেজাল্ট কী হলো?
ছেলে : আর বোলো না বাবা, হেডমাস্টার সাহেবের ছেলে ফেল করেছে।
বাবা : তুই পাস করেছিস তো?
ছেলে : ডাক্তার সাহেবের ছেলেও ফেল!
বাবা : আরে, তোর রেজাল্ট বল?
ছেলে : ম্যাজিস্ট্রেট সাহেবের ছেলে পর্যন্ত ফেল!
বাবা : আমি জানতে চাইছি, তোর রেজাল্ট কী?
ছেলে : আমি কোন পণ্ডিতের ছেলে যে পাস করব!

কৌতুক সংগ্রাহক : অপরাজিতা আহমেদ, ঢাকা।