আমার মৃত্যুর পর প্রায় ৩০ বছর ধরে এখানে আছি

বল্টু সিনেমা দেখে বাড়ি ফিরছিল, তখন প্রায় রাত তিনটা বাজে। বল্টুর বুক ভয়ে টিপটিপ করছে। এমন সময় দেখে, তার পাশে আরও একজন লোক হাঁটছে। বল্টু স্বস্তির নিশ্বাস ফেলে বলল, ‘ওহ ভাই, আপনাকে দেখে কিছুটা সাহস পেলাম। কী যে ভয় করছিল।’
লোকটা বলল, ‘কেন? ভয় কিসের?’
বল্টু ফিসফিস করে বলল, ‘কিসের আবার? ভুতের! শুনেছি, এখানে খুব ভুতের উপদ্রব।’
লোকটার উত্তর, ‘আরে, নাহ্! কে বলেছে? আমার মৃত্যুর পর প্রায় ৩০ বছর ধরে এখানে আছি, কই, একটাকেও তো দেখলাম না।’
কৌতুক সংগ্রাহক : নাওমি আহমেদ, ওয়াইডব্লিউসিএ জুনিয়র গার্লস স্কুল, মোহাম্মদপুর, ঢাকা।