কৌতুক আপনি কি সাঁতার জানেন? November 28, 2017 Kishore Desk উত্তরদাতা, নৌবাহিনীর, প্রশ্নকর্তা, সাঁতার এক যুবক নৌবাহিনীর সাক্ষাৎকার দিতে এসেছে। প্রশ্নকর্তা : আপনি কি সাঁতার জানেন? উত্তরদাতা : সাঁতার শেখার সুযোগ হয়ে উঠেনি, স্যার। প্রশ্নকর্তা : তাহলে কি ভেবে আপনি নৌবাহিনীর সাক্ষাৎকার দিতে এসেছেন? উত্তরদাতা : মাফ করবেন, স্যার; তাহলে কি আমি মনে করব যে বিমানবাহিনীর আবেদনকারীরা উড়তে শেখার পর আসে। কৌতুক সংগ্রাহক : অপরাজিতা আহমেদ, মোহাম্মদপুর, ঢাকা। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related