আদালতে শিশু অংশুমানকে চকোলেট দিলেন বিচারপতি

কিশোর বাংলা প্রতিবেদন: বিচার চলাকালীন দেড় বছরের শিশু অংশুমানকে নিজের কাছে টেনে নিয়ে ললিপপ চকোলেট দিলেন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার।
টাঙ্গাইলের দেড় বছর বয়সী শিশু অংশুমানকে খালার হেফাজতে দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে মায়ের করা রিটের শুনানি নিয়ে আদেশ দেয়ার সময় সোমবার হাইকোর্টে এই বিরল দৃশ্য সকলকে অভিভূত করে।
হাইকোর্টের আজকের দেয়া আদেশ অনুযায়ী  শিশু অংশুমান আপাতত খালার হেফাজতে থাকবে। কিন্তু মা’ মাঝে মাঝে সন্তানকে দেখার সুযোগ পাবেন। আদালত এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ৬ মে দিন ধার্য্য করেছেন।
হাইকোর্টের এই আদেশের সময় অংশুমানের মা শিশু সন্তানকে একটু কোলে নিতে চান। কাঁদতে থাকেন। এসময় আদালত মায়ের কোলে শিশুটিকে দিতে বলেন। এরপর খালার কোল থেকে শিশুটিকে নিজের কোলে নেন মা। অংশুমান তখন কাঁদতে থাকে। একপর্যায়ে বিচারপতি নাইমা হায়দার বলেন, ও কাঁদছে। আমার কাছে দেন।
এসো একজন বেঞ্চ অফিসার মায়ের কোল থেকে বিচারপতি নাইমা হায়দারের কাছে অংশুমানকে এনে দেন। এরপর বিচারপতি নাইমা হায়দার শিশু অংশুমানকে কাছে নিয়ে ললিপপ দেন। আদর করেন। পরে আদেশ অনুযায়ী শিশু অংশুমানকে খালার কাছে ফেরত দেওয়া হয়।