আজকের ধাঁধা – ২০
ওয়ারিসা আফসিন নাওমি : কিশোর বাংলা অনলাইন পোর্টালে “প্রতিদিন ধাঁধা প্রতিদিন পুরষ্কার” নামে আয়োজন করা হয়েছে ধাঁধার আসর । প্রতিদিনের এ আয়োজনে থাকছে তিনটি করে ধাঁধা। আর প্রতিদিন ধাঁধার পুরষ্কার হিসেবে থাকছে বই এবং শিক্ষামূলক উপকরণ। যা ধাঁধা বিজয়ীদের ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
আজকের ধাঁধা – ২০ এর উত্তর পাঠানোর শেষ সময় আগামী ২৫ অক্টোবর ২০১৭। আজকের ধাঁধা-২০ এর সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে বিজয়ীদের নাম এবং উত্তর প্রকাশ করা হবে আগামী ২৬ অক্টোবর। সঠিক উত্তরদাতা পাওয়া না গেলে নির্ধারিত তারিখে শুধুমাত্র উত্তর প্রকাশ করা হবে।
আজকের ধাঁধা – ২০
১। কালিদাস পন্ডিতের ফাঁকি,
আড়াইশ থেকে পাঁচ পঞ্চাশ গেলে
আর কত থাকে বাকী।
২. একটি ঝুড়িতে ছয়টি ডিম আছে।ছয়জন মানুষ প্রত্যেকে একটি করে ডিম নিয়ে গেল।কিন্তু ঝুড়িতে একটি ডিম এখন ও অবশিষ্ট আছে। এটা কিভাবে হয়?
৩। আমি যখন এলাম, তুমি কেনো এলে না,
তুমি যখন এলে, কতো কি খেলে,
একবার গেলে, ফিরে তুমি এলে,
কিন্তু হিয়! বৃদ্ধকালে আমায় ছেড়ে গেলে!
ধাঁধা-১৫ এর উত্তর
১। “ ক “
২। চেয়ার
৩। কপাল।
বিশেষ দ্রষ্টব্য : অনেকেই ধাঁধা-১৫ এর উত্তর পাঠিয়েছেন কিন্তু কেউই তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারেননি। আবার অনেকেই নিয়মাবলী মেনে উত্তর পাঠাননি। তাই ধাঁধা-১৫ এর বিজয়ী কাউকে করা গেল না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।