কিশোরবাংলাপ্রতিবেদন: আইএফসির পুরো অর্থ হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন। বিশ্বব্যাংক গ্রুপের আর্থিক প্রতিষ্ঠান এটি। বিশ্বের নানা দেশে এর কাজ। ঢাকার গুলশানে সুরম্য এক বাড়িতে প্রতিষ্ঠানটির কার্যালয়। বাংলাদেশে এ সংস্থার প্রধান ওয়েন্ডি ওয়ার্নার। তিনি মার্কিন নাগরিক। তাঁর এ পদেই কিনা বসল ঢাকার শ্যামপুরের ম্যাচ ফ্যাক্টরি এলাকার মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী মহুয়া আকতার! ওর ডাকনাম লতা। ১৬ বছরের মেয়েটির আইএফসির প্রধান হওয়া ওর নিজের কাছেই ছিল বিস্ময়ের ব্যাপার।
মহুয়া আখতার কিন্তু আইএফসির প্রধান হয়েছিল এক দিনের জন্য। তাতে কী? বিশাল অফিসটির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নেওয়া কি চাট্টিখানি কথা। মহুয়াও বলছিল, ‘কখনো ভাবিনি এমন সুযোগ হবে।’
মহুয়ার মতো অসংখ্য কিশোরীর স্বপ্নসম্ভব বিষয়কে বাস্তব রূপ দিতেই এই আয়োজন। আয়োজক, শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্ল্যান ইন্টারন্যাশনাল। ৪ অক্টোবর মহুয়া দায়িত্ব নিয়েছিল আইএফসির। উপলক্ষ, আজ ১১ অক্টোবরের আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। আর এই আয়োজনকে প্ল্যান বলছে ‘গার্লস টেকওভার’। এটি একটি বৈশ্বিক কার্যক্রম। ২০১১ সালের ডিসেম্বরে জাতিসংঘ ১১ অক্টোবরকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বিশ্বব্যাপী ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে পালন উপলক্ষে গার্লস টেকওভারের আয়োজন করা হয়ে থাকে। ২০১৬ সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল এই কার্যক্রম শুরু করেছে।