অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া ৭ বছরের শিশু আর্চি শিলার
কিশোর বাংলা প্রতিবেদন: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ অস্ট্রেলিয়ার ক্রিকেট দল এক সাত বছর বয়সী শিশুকে নিয়ে ঘিরে টিম মিটিং দিয়ে দিন শুরু করে।
আলোচনায় মূল অধিনায়ক টিম পেইনের সাথে যুগ্মভাবে অধিনায়কত্ব করার দায়িত্ব দেয়া হলো সাত বছর বয়সী শিশুটিকে।
“আমরা আপনাকে পেয়ে খুশি, টিম পেইনের সাথে কাজ করে ভালো খেলে সুন্দর একটি সপ্তাহ কাটান আপনি,” আলোচনায় বলছিলেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন।
আর্চি শিলার, ৭ বছর বয়সী শিশু আজ মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টসে অংশ নিয়েছে। ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে দলের ১৫তম সদস্য হিসেবে সুযোগ পেয়েছে আর্চি।
অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের সাথে যুগ্মভাবে অধিনায়কত্ব করবেন তিনি।
অস্ট্রেলিয়ার সাথে পাকিস্তানের সিরিজ যখন চলছিল তখন কোচ জাস্টিন ল্যাঙ্গার আর্চি শিলারকে ফোন দেন। ফোন দিয়ে তাকে বলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন তিনি।
আর্চি তাকে উত্তর দেন, সুযোগ পেলে বিরাট কোহলির উইকেট নেবেন তিনি।
আর্চি শিলার জন্মের পর থেকে হৃদপিন্ডে সমস্যা নিয়ে বেড়ে উঠেছেন, তার চৌদ্দবার অস্ত্রোপচার হয়েছে। শিলারের স্বপ্ন ক্রিকেটার হওয়া।
তাই ‘মেক আ উইশ’ ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থার সাথে ক্রিকেট অস্ট্রেলিয়া এই উদ্যোগ নিয়েছে।