অসহায় দরিদ্র শিশুদের সঙ্গে গণবিশ্ববিদ্যালয় বন্ধুসভা

কিশোর বাংলা প্রতিবেদন: প্রথম আলো গণবিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা সারা দিন সময় কাটিয়েছে কিছু প্রাণোচ্ছল শিশুর সঙ্গে। যারা সবাই সাভার আড়াপাড়া নামক এলাকার ‘উন্মুক্ত পাঠাশালা’র শিক্ষার্থী।
ওরা নাচ, গান, কবিতা আবৃত্তি, গল্প বলা এবং হেসেখেলে দিনটি কাটিয়েছে। ওদের কেউ হোটেলকর্মী, কারও বাবা-মা মাটি কাটে, কারও বাবা রাজমিস্ত্রি। শিশুরা বিনা বেতনে পড়ালেখা করে উন্মুক্ত পাঠশালায়।
প্রথম আলো গণবিশ্ববিদ্যালয় বন্ধুসভা ওদের সঙ্গে বেলুন ফুলিয়ে, চকলেট দিয়ে, কেক কেটে দিনটা আরও রঙিন করেছে।
অনেক শিশুরাই লেখাপড়া করার সুযোগ পায় না। এছাড়াও, অনেক শিশুরাই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে, তাই তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের মুখে হাসি ফোটানোর এক অন্যরকম প্রচেষ্ট।