অর্থাভাবে ঢিলেঢালা ভাবে চলছে ‘অনুশীলন মজার স্কুল’
কিশোর বাংলা প্রতিবেদন: কর্মজীবী শিশু ও শিক্ষা থেকে ঝরেপড়া শিশুদের শিক্ষামুখী করার জন্য খুলনার রূপসায় চালু হয়েছে ব্যতিক্রমধর্মী ‘অনুশীলন মজার স্কুল’। এ স্কুলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পাঠদান করাচ্ছেন ৫ শিক্ষক। তিন বছর ধরে চলছে এর কার্যক্রম। শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কৌশলে শিশুদের লেখাপড়ায় আগ্রহী করে তোলা হচ্ছে। কিন্তু নিজস্ব জমি ও অর্থ অভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্যে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে স্কুলটির উদ্যোক্তাদের।
২০১৫ সালে ১৫ শিক্ষার্থী নিয়ে গড়ে তোলা হয় অনুশীলন মজার স্কুল। নিজস্ব জায়গা না থাকায় ৫ বছর মেয়াদে জমি ভাড়া নিয়ে সেখানে শুরু করা হয় শিক্ষা কার্যক্রম। সরকারি কোনো অনুদান বা শিক্ষার্থীদের কাছ থেকে আর্থিক অনুদান না নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির উদ্যোক্তা অলোক দাস।
তিনি বলেন, পাঠ্যপুস্তকসহ যাবতীয় শিক্ষা উপকরণ এবং বছরে দুবার নতুন পোশাক প্রদান করা হয় শিক্ষার্থীদের। বিদ্যালয়ের এসব ব্যয় বিভিন্ন ব্যক্তির স্বেচ্ছায় দানকৃত অর্থে চালানো হয়।
তিনি আরও জানান, তিন বছরে ১০০ শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ৮০ জন। পর্যবেক্ষণে রয়েছে আরও ২০ জন। এ স্কুল থেকে ভর্তি করা অন্য শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা উপকরণ এবং বিনা মূল্যে শিক্ষা প্রদান করা হয়। দেওয়া হয় স্বাস্থ্যসেবা। এমনকী যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই, তাদের জন্ম নিবন্ধন করানো হয় এ প্রতিষ্ঠানের মাধ্যমে।