অভিবাসী শিশুদের বৈধতার প্রশ্নে অনড় ট্রাম্প

কিশোর বাংলা প্রতিবেদন: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবস্থানরত লাখ লাখ ‘ড্রিমার্স’ তরুণ-তরুণীর বৈধতার বিষয়ে ফের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে বেআইনি অভিবাসী শিশুদের বৈধতা দেওয়ার বিষয়ে বিরোধিতা করে এ-সংক্রান্ত আইন পাস করতে রিপাবলিকানদের তাগিদ দিয়েছেন তিনি।
ট্রাম্প তাঁর টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে একাধিক পোস্ট দেন। খবরে বলা হয়, ট্রাম্প অভিযোগ করেছেন, ‘ড্রিমার্স’ কর্মসূচির সুবিধা নিতে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ বাড়ছে। আর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে মেক্সিকো তেমন কিছুই করছে না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হলে উত্তর আমেরিকার দেশগুলোর মুক্ত বাণিজ্য চুক্তি থেকে সরে আসারও হুমকি দিয়েছেন ট্রাম্প।
২০১২ সালে ওবামা প্রশাসন শিশু বয়সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বেআইনি অভিবাসী শিশুদের জন্য বিশেষ কর্মসূচি ‘ডাকা’ চালু করে। এটি ড্রিমার্স নামেই বেশি পরিচিত। মার্চ থেকে এই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তবে আদালতের বিরোধিতায় তা স্থগিত হয়ে যায়।
আদালত জানান, এ ব্যাপারে চূড়ান্ত রায়ের আগে ওবামা প্রশাসনের ওই কর্মসূচির মাধ্যমে যারা সাময়িকভাবে কাজ ও পড়াশোনা করার অনুমতি পেয়েছে, তাদের ব্যাপারে কোনো পরিবর্তন আনা যাবে না।
এই কর্মসূচিতে নতুন করে আর কাউকে সুবিধা দেওয়া বন্ধ রয়েছে। তবে কর্মসূচি চালুর সময়ে যারা এতে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে এই সুবিধা চালু রয়েছে। প্রায় আট লাখ তরুণ-তরুণী এই কর্মসূচির সুবিধা ভোগ করছে, যাদের ‘ড্রিমার্স’ বলা হয়।