কিশোরবাংলাপ্রতিবেদন: দেশে অনিরাপদ শিশু খাদ্য আমদানি বন্ধ করতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে নেসলে, বাংলাদেশ লিমিটেড। কোম্পানি কর্তৃপক্ষের দাবি, চোরাই পথে শিশু খাদ্য ও ফার্স্টফুড আমদানি হওয়ায় সরকার ও কোম্পানি উভয়ই বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
সম্প্রতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বরাবর এসব বিষয়ে লিখিত অভিযোগ করেন নেসলে, ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দীপাল আবেউইক্রেমা। ওই চিঠিতে অনিরাপদ শিশু খাদ্য আমদানি বন্ধেরও পরামর্শ দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নেসলের এক গবেষণায় দেখা গেছে- অবৈধ পথে আমদানি করা শিশু খাদ্য ও ফার্স্টফুডের জন্য বাংলাদেশের বার্ষিক রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ৩৪ কোটি ৭ লাখ টাকা। মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ মোট ১৪টি দেশ থেকে বাংলাদেশের বাজারে অবৈধভাবে শিশু খাদ্য আসছে। দেশগুলো হলো- পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকং, ফিলিপাইন, দুবাই, সিরিয়া, নেদারল্যান্ড, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, স্পেন এবং সুইজারল্যান্ড।