কিশোরবাংলাপ্রতিবেদন: সম্প্রতি রাফসানুল ইসলাম রাফসান নামের এক শিশু এলআরবি সঙ্গীত দলের একটি গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
খুব সাদামাটা আয়োজনে একটি ছোট্ট শিশু রাফসানুলের দরাজ গলায় শোনা যায় – ‘হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো/ দেখো না কেউ হাসি শেষে নিরবতা’। এতো অল্প বয়সেই এমন কঠিন গান সুনিপুণভাবে গেয়ে মাত করেছেন লাখো মানুষের মন।
নেত্রকোণার সপ্তম শ্রেণির ছাত্র রাফসানের গান লাখো মানুষের সাথে আইয়ুব বাচ্চুরও মনে দাগ কেটেছে। এই ক্ষুদে শিল্পীর কণ্ঠে ‘হাসতে দেখো গাইতে দেখো’ গান শুনে প্রশংসাও করেছেন তিনি।
তবে প্রশংসাই নয় এবার রাফসানের সঙ্গে সরাসরি দেখাও হয়ে গেল জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু ও এলআরবি সঙ্গীত দলের। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে এলআরবি স্টুডিওতে তাদের দেখা হয়।
আইয়ুব বাচ্চুর দেখা পেয়ে আবেগপ্লুত হয়ে পড়ে রাফসান। ফেসবুক স্ট্যাটাসে জানায়, তার জীবনের সেরা মুহুর্ত। এবি দেখে কান্না পাইছে তার। রাফসান হিট হতে চায় না, ফিট হতে চায়।