কিশোরবাংলাপ্রতিবেদন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ হলো কয়েক মাস আগে। পরেরটির বাকি আরও বছর দুয়েক। তবে বাংলাদেশের প্রস্তুতির প্রথম ধাপ শুরু হয়ে যাচ্ছে। তিন সপ্তাহের প্রাথমিক স্কিল ক্যাম্পে ডাকা হয়েছে ৩০ ক্রিকেটারকে।
সোমবার থেকে আগামী ৩ জুন পর্যন্ত এই স্কিল ক্যাম্প হবে বিকেএসপিতে। দলে ডাক পাওয়াদের মধ্যে আছেন এবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ও বিসিএলে উত্তরাঞ্চলের হয়ে নজরকাড়া রাজশাহীর ১৬ বছর বয়সী পেসার শরিফুল ইসলাম।
দলে আছেন আড়াই বছর আগে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে আলোচনার জন্ম দেওয়া ব্যাটসম্যান শামিম পাটোয়ারি। সেই ডাবল সেঞ্চুরির সময় শামিম ছিলেন বিকেএসপির সপ্তম শ্রেণির ছাত্র। ২০২০ সালের যুব বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়।