কিশোরবাংলাপ্রতিবেদন: বিএএফ শাহীন কলেজকে হারিয়ে ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে রাজশাহীর সোনাদিঘি হাই স্কুল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার ফাইনালে বিএএফ শাহীনকে ১-০ গোলে হারায় সোনাদিঘি। ৬৮তম মিনিটে একমাত্র গোলটি করেন বিপ্লব তিরকি। প্রবীর কুমারের ফ্রি কিকে হেড করে লক্ষ্যভেদ করেন তিনি।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে বাগেরহাট কলেজিয়েট স্কুল ৪-২ গোলে রংপুর জিলা স্কুলকে হারায়। দুই দলের নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়েছিল।
৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন সোনাদিঘির অধিনায়ক যোগেন লাখরা। সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের প্রবীর।
স্কুল ছাত্রদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় সারা দেশের ২৭২টি স্কুলের ৩ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। এ প্রতিযোগিতা থেকে ২৬ জন খেলোয়াড় নির্বাচন করে তাদের বিশেষ প্রশিক্ষণ দিবে বাফুফে।