অনাথের চিহ্ন মুছে দিচ্ছে এসওএস শিশু পল্লি

কিশোর বাংলা প্রতিবেদন: অনাথ শিশুরাও যে সঠিক পরিচর্যা পেলে এগিয়ে যেতে পারে তা দেখিয়ে দিয়েছে এসওএস শিশু পল্লি। বাইরে থেকে বোঝা যাবে না ভেতরে অনাথ শিশুরা থাকে। মিরপুর রোডের শ্যামলীতে ২ দশমিক ৫৮ একর জায়গা নিয়ে গড়ে ওঠা এসওএস শিশু পল্লিতে ১৫৪ জন অনাথ শিশু বড় হচ্ছে মাতৃস্নেহে।
এসব শিশুদের কেউ কেউ দুই মাস আবার কেউ জন্মের পরেই বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে আশ্রয় নিয়েছে এই শিশু পল্লিতে। কেউ আবার হয়তো বড় কোনো দুর্ঘটনায় বাবা-মা হারিয়ে আশ্রয় পেয়েছে শিশু পল্লিতে।
তবে এসওএস শিশু পল্লির সদস্যদের দেখলে বোঝা যাবে না এরা অনাথ বা তাদের বাবা-মা নেই। শিশু পল্লির ভেতরের পরিবেশ ও তাদের দেখলে মনে হবে নিজ গৃহেই বড় হচ্ছে এক একটি শিশু।
এসওএস শিশু পল্লিতে তিনটি পাড়া রয়েছে। প্রতিটি পাড়ায় পাঁচটি করে ঘর রয়েছে। প্রত্যেক ঘরে একজন করে মা’র তত্ত্বাবধানে বড় হচ্ছে আট-নয়জন শিশু।
এরা ভিন্ন মায়ের গর্ভে জন্ম নিলেও বড় হচ্ছে এক মায়ের তত্ত্বাবধানে। ভিন্ন জায়গা থেকে আসলেও এখানে এসে সবাই ভাইবোনের মতো করেই গড়ে উঠছে। পুরো শিশু পল্লির ভেতরটা ঘুরলে মনে হবে এটা কোনো অনাথ আশ্রম নয় বরং পরিচ্ছন্ন, পরিকল্পিত একটি গ্রাম।