কিশোরবাংলাপ্রতিবেদন: বলা হয়ে থাকে আমিনুল ইসলাম বুলবুল ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সলিড টেকনিকের অধিকারী। পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়।আর সেখানেই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের হয়ে নিয়মিত খেলে থাকেন আমিনুল ইসলাম বুলবুলের ছোট ছেলে মাহদি ইসলাম। সেখান থেকেই তিনি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছেন।
অজি কিশোর দলের হয়ে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে (২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর) বিশ্ব কিশোর অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপ খেলতে যাবেন।
মাহদি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ ইনডোর দলে জায়গা পেয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডে বিশ্বকাপ অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। আর তাতে অংশ নেবেন বুলবুলের ছোট ছেলে। বাবা আমিনুল ইসলাম বুলবুলের মত মাহদিও পুরোদস্তুর অলরাউন্ডার। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন ব্যাটসম্যান কাম অফস্পিনার। আর মাহদি ব্যাটসম্যান কাম মিডিয়াম পেসার। তিন অথবা চার নম্বরে ব্যাটিং এর সাথে নিয়মিত পেস বোলিংটাও চালিয়ে যাচ্ছেন।
অস্ট্রেলিয়ার পত্র পত্রিকা এবং ক্রিকেট ওয়েবসাইটেও আমিনুল ইসলাম বুলবুলের ছোট ছেলের অস্ট্রেলিয়া কিশোর ইনডোর দলে জায়গা পাবার খবরটি বেশ ফলাও করে প্রকাশ করে।