সব স্তরের পাঠ্যপুস্তক পরিমার্জন করা হবে

কিশোর বাংলা প্রতিবেদন: মাধ্যমিক স্তরের ন্যায় পর্যায়ক্রমে অন্যান্য সব স্তরের পাঠ্যপুস্তক পরিমার্জন করে সুখপাঠ্য, সহজ-সরল ও প্রাঞ্জল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে বই ও পরীক্ষার বোঝাও কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে মাঠ পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ওয়ার্কশপ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়ার লক্ষ্যে একটি কমিটি গঠিত হয়েছে।
সভায় শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, ড. মুহম্মদ জাফর ইকবাল, এমএম আকাশ প্রমুখ।