শিশু থেকে পঞ্চম শ্রেণী এক শিক্ষকেই পাঠদান

কিশোর বাংলা প্রতিবেদন: পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ বলইবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১১১ জন। অথচ শিক্ষক মাত্র একজন। তাই ওই শিক্ষককে দু’টি শিফটে একই সঙ্গে ঘুরে ঘুরে সব ক্লাস নিতে হচ্ছে। এতে একদিকে শিক্ষাদান হচ্ছে ব্যাহত। অন্যদিকে, শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে মানসম্মত শিক্ষা গ্রহণ থেকে।
গত বছরের নবেম্বর মাস থেকে চলছে এ অবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এজন্য শিক্ষক সঙ্কটকে দায়ী করেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক সঙ্কট এ বিদ্যালয়ের জন্য নিয়মিত একটি সমস্যা।
উপজেলা সদর থেকে তুলনামূলক দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় কোন শিক্ষকই এখানে বেশি দিন থাকেন না। এ কারণে শিশুদের পড়াশোনা নিয়ে ভোগান্তি পোহাতে হয় এলাকার অভিভাবকদের।