শিশুর বিকাশে চালু হলো ‘মানুষ গড়ার কারখানা’

কিশোর বাংলা প্রতিবেদন: শিশুদের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা, মানসিক দক্ষতা, মেধা ও বিশ্লেষণ করার দক্ষতা বিকাশের সুযোগ করে দিতে ঢাকায় চালু হলো ‘মানুষ গড়ার কারখানা’।

রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় অনুপ্রাণ নামে একটি সংগঠনের শিশু বিকাশ কেন্দ্রে ব্যক্তিক্রমী উদ্যোগ ‘মানুষ গড়ার কারখানা’র নমুনা সংস্করণ প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে হাতের ছাপ দিয়ে মজার মজার ছবি, ক্র্যাফটস তৈরির কর্মশালা, রোবোটিক্স, ছড়া গানের সঙ্গে হাতে তৈরি পুতুল খেলা এবং গল্প বলার আয়োজন ছিল। এতে অংশ নেয় চার থেকে ১০ বছর বয়সী শিশুরা।

মানুষ গড়ার কারিগরের ‘সৃজনী’ কার্যক্রম ক্র্যাফটস তৈরির হাতেখড়ি দেবে। ‘ব্রেইনেটিক্স’ শিশুদের বিভিন্ন উদ্দীপক ব্যবহারের মাধ্যমে গাণিতিক ও অন্যান্য সমস্যা সমাধান এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়াবে।

ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে গান, কবিতা ও গল্প বলায় শিশুদের দক্ষ করে তুলতে তাদের সহায়তা করবে ‘কণ্ঠ ছাড়ো জোরে’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্টুনিস্ট আহসান হাবীব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান।