শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে মানববন্ধন

কিশোর বাংলা প্রতিবেদন: নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
নিউ ইয়র্ক অঞ্চলের দক্ষিণ এশিয়ানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ‘দেশিজ রাইজিং আপ অ্যান্ড মুভিং’ (ড্রাম)-এর ব্যানারে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
বাংলাদেশে স্বজনের নিরাপত্তায় সকলেই যথাযথ পদক্ষেপ নেওয়ারর দাবি জানিয়েছে এ কর্মসূচিতে।  বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ-বিক্ষোভের প্রেক্ষাপটে গণপরিবহনের অব্যবস্থাপনার জন্য নৌ-মন্ত্রীকে দায়ী করা হয় এ মানববন্ধন থেকে। একইসাথে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়িত করার স্বার্থেই দুর্ঘটনার জন্যে দায়ী সকলকে আদালতে সোপর্দ করার কথা বলা হয়।