রবির ‘গেইম হাব’ ক্যাম্পেইনের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

কিশোর বাংলা প্রতিবেদন: রবির গেমিং প্ল্যাটফর্ম মাই প্লে সম্প্রতি গেম হাব ক্যাম্পেইনের গ্র্যান্ড ফাইনালের আয়োজন করেছে। মোট ১৬ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে মোট ৮ জন পুরষ্কার জিতে নিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রবি।
চার সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় প্রতি সপ্তাহের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীরা গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পান। চূড়ান্ত পর্বে ১৬ জনের প্রত্যেককে তিন মিনিট করে সাবওয়ে সার্ফারস গেইমটি খেলতে দেওয়া হয়। এরপর অংশগ্রহণকারীদের স্কোরের উপর ভিত্তি করে ফাইনাল র‌্যাংকিং নির্ধারিত হয়েছে।
প্রথম স্থান অর্জন করে মো. আসিফ মাহমুদ জিতে নিয়েছেন হুয়াওয়ে মেট টেন প্রো। দ্বিতীয় স্থান অর্জন করে রাহিমুল হাসান সাকিব হুয়াওয়ে পি টেন এবং জাকিউল হাসান আরেফিন তৃতীয় স্থান অর্জন করে জিতেছেন হুয়াওয়ে নোভা থ্রি ই হ্যান্ডসেট।
চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থান অর্জনকারী প্রত্যেককে ৭ হাজার টাকা মূল্যেমানের আড়ং গিফট ভাউচার প্রদান করা হয়েছে।
ঢাকার গুলশানে হুয়াওয়ে কাস্টমার এক্সপেরিয়েন্স সেন্টারে এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।