যুদ্ধ শিশুর বেদনা নিয়ে ‘জন্মসাথী’প্রামান্যচিত্র

কিশোর বাংলা প্রতিবেদন: ৮ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় চিত্রশালা অডিটোরিয়ামে প্রামান্যচিত্র ‘জন্মসাথী’র বিশেষ প্রদর্শনী হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা শবনম ফেরদৌসী।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একটি অনালোকিত অধ্যায় যুদ্ধশিশু। দেশ স্বাধীন হওয়ার পর যাদের নীরবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, জন্মপরিচয় গোপন রেখে যাদের অনেকেই বেড়ে ওঠেন এদেশেই।
নিজভূমে আত্মপরিচয় সংকটে জীবনযাপন করা এইসব মানুষের সন্ধানে নেমেছিলেন প্রামান্য চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী।
তিনজন যুদ্ধশিশুকে খুঁজে বের করে তাদের পরিণত বয়সের মুখ থেকে শুনেছেন যুদ্ধের আরেক পরিণতির গল্প। সে গল্পই তুলে এনেছেন তার নতুন প্রামান্যচিত্র ‘জন্মসাথী’তে।
প্রামাণ্যচিত্রটির দেশব্যাপী প্রদর্শনীর ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন নির্মাতা।
এদিকে, প্রামাণ্য অনুসন্ধানে পাওয়া তিনজন যুদ্ধশিশুদের প্রতি সরকারি কোনো সম্মান বা সহযোগিতা কোনোটাই এখনও জোটেনি বলে জানিয়েছেন এ নির্মাতা।