প্রতিদিন কুইজ প্রতিদিন পুরষ্কার – ৪৬

ওয়ারিসা আফসিন নাওমি : কিশোর বাংলা অনলাইন পোর্টালে “প্রতিদিন কুইজ প্রতিদিন পুরষ্কার” নামে আয়োজন করা হয়েছে কুইজের আসর । প্রতিদিনের এ আয়োজনে থাকছে তিনটি করে কুইজ। আর প্রতিদিন কুইজ পুরষ্কার হিসেবে থাকছে বই এবং শিক্ষামূলক উপকরণ। যা কুইজ বিজয়ীদের ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
প্রতিদিন কুইজ – ৪৬ এর উত্তর পাঠানোর শেষ সময় আগামী ২৫ জানুয়ারি ২০১৮। প্রতিদিন কুইজ-৪৬ এর সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে বিজয়ীদের নাম এবং উত্তর প্রকাশ করা হবে আগামী ২৬ জানুয়ারি ২০১৮। সঠিক উত্তরদাতা পাওয়া না গেলে নির্ধারিত তারিখে শুধুমাত্র উত্তর প্রকাশ করা হবে।
আজকের কুইজ – ৪৬
১।হাসলে কোন হরমোন নিঃসৃত হয়?
২। রজনীতে জম্ম তার দিবসে মরণ,
বিনাশ্রমে শূন্যপথে করে সে ভ্রমণ,
ক্ষণে দর্শন হয়ে ক্ষণে অদর্শন,
হঠাৎ পড়িলে সবে বলে অলক্ষণ।
৩।রজার ফেদেরার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কী প্রতিষ্ঠা করেছেন?
কুইজ–৪১ এর উত্তর
১। মির্জা আবু তালিব।
২। ২০০৫ সালে।
৩। অব দ্য ওয়াল।
বিশেষ দ্রষ্টব্য : প্রতিদিন কুইজ-৪১ এর উত্তর পাঠিয়েছেন ১৪৩২ জন। এর মধ্যে তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পেরেছেন যারা তাদের মধ্য থেকে তিন জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। প্রতিদিন কুইজ-৪১-এর লটারিতে বিজয়ী হয়েছেন যারা তারা হলেন-
১. ইশরা আহমেদ, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট।
২. নাবিউল ইসলাম স্বপ্নীল , সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।
৩. কাজী আরিফ শাহরিয়ার, চট্টগ্রাম আইডিয়াল হাইস্কুল, চট্টগ্রাম।
বিজয়ীরা নির্ধারিত সময়ের মধ্যে পেয়ে যাবেন ২০০ শত টাকা মূল্যের পুরষ্কার অর্থাৎ শিশু-কিশোর পাঠ্য উপযোগী বই অথবা শিক্ষামূলক উপকরণ।

কুইজ আসরে অংশগ্রহণের নিয়মাবলী :

প্রতিদিন কুইজ প্রতিযোগিতায় শুধুমাত্র কিশোর-কিশোরীরাই অংশগ্রহণ করতে পারবেন। তবে কিশোর বাংলার সাথে সংশ্লিষ্টরা পরিবারের সদস্যরা এ প্রতিযোগিতায় অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রতিটি কুইজ পর্বের উত্তর কুইজ প্রকাশের পরবর্তী (সাত) দিনের মধ্যে পাঠাতে হবে। “প্রতিদিন কুইজ” র নম্বর উল্লেখপূর্বক উত্তরপত্র ডাক অথবা কুরিয়ার-এর মাধ্যমে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। হাতে হাতেও উত্তরপত্র পৌঁছানো যাবে। কুইজের সঠিক উত্তর দিয়ে আপনিও পেতে পারেন পুরষ্কার। এজন্য আপনাকে অবশ্যই কিশোর বাংলার ফেসবুক (https://www.facebook.com/KishoreBangla/) পেজের ফলোয়ার হতে হবে। অন্যথায় উত্তরপত্র গ্রহণ করা হবে না।
কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে পুরষ্কৃত করা হবে। উত্তরপত্রের সাথে আপনার নাম, বয়স, শ্রেণী, স্কুলের নাম, বাসার ঠিকানা, মোবাইল নাম্বার এবং ফেসবুক আইডি (ভেরিফেকশনের জন্য) স্পষ্টকারে লিখুন। উত্তরপত্র পাঠানোর ঠিকানা :
প্রতিদিন কুইজ-৪৬
বিভাগীয় সম্পাদক
কিশোর বাংলা
(মোহাম্মদী নিউজ এজেন্সীর একটি প্রকাশনা)
৯৩, মতিঝিল বা/এ, ১০ম তলা, ঢাকা-১০০০। ফোন : ৯৫৫৯৪২৮-২৯
ওয়েবসাইট : www.kishorebangla.com, ফেসবুক : https://www.facebook.com/KishoreBangla