পশ্চিমবঙ্গের সংশোধনাগারে বন্দি ২’শ বাংলাদেশি শিশু

কিশোর বাংলা প্রতিবেদন: পশ্চিমবঙ্গ রাজ্যের ২৭টি সংশোধনাগারে এই মুহূর্তে দুই শতাধিক বাংলাদেশি শিশু-কিশোর বন্দি রয়েছে। যাদের সবার বয়স ১৮ বছরের নিচে। এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন সময়ে বন্ধুদের সঙ্গে ভ্রমণে কিম্বা দালালের খপ্পরে পড়ে আটক হয়েছিলো।
আবার কেউ কাজের সন্ধানে ভারতের অনুপ্রবেশের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে। শুধু নাগরিকত্ব নিশ্চিতকরণ প্রক্রিয়ার মধ্যদিয়ে তাদের দেশে ফেরত পাঠাতেও সময় লেগে যায় অনেক। তবে আশার কথা হলো আগামী এক মাসের মধ্যে এদের অধিকাংশকেই ফিরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের কলকাতার উপ- দূতাবাস। 
কলকাতার অদূরে এই সংশোধনাগারের আবাসিকের সংখ্যা প্রায় হাজার খানেক। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা ২৮। আটক এই শিশু-কিশোরের কেউ তিন বছর, কেউ আবার তিন দিনের বাসিন্দা। এদের মধ্যে খুলনার দশ বছরের সুমন সর্দার, ১১ বছরের ময়মনসিংহের মাহিম, ১৬ বছরের নড়াইলের হৃদয়, বাগেরহাটের শফিকুল তালুকদারসহ রয়েছে অনেক শিশু কিশোর।
কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের হিসাব বলছে, এই মহুর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের এই সংশোধনাগরের মতো বাকি ২৬ টি সংশোধনাগারে দুই শতাধিক বাংলাদেশি শিশু-কিশোর বন্দি রয়েছে। যাদের বাড়ি ফিরতে হলে প্রয়োজন নাগরিকত্বের সনদ। আর এই কাজটি করে থাকে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস।