ঝালকাঠিতে বাইসাইকেল পেল পাঁচ কিশোরী

কিশোর বাংলা প্রতিবেদন: জেলা ব্র্যান্ডিংসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ঝালকাঠির পাঁচ কিশোরীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে কিশোরীদের হাতে  বাইসাইকেল তুলে দেয়।
এদের মধ্যে আইটিসি শাখায় ফ্রিল্যান্সার হিসেবে সালমা আক্তার, বাল্য বিয়ে প্রতিরোধে নাসরিন আক্তার সারা, জেলা ব্র্যান্ডিংয়ে মৌ দাস, অলরাউন্ডার হিসেবে লাম আলিফ খান এবং ফুটবল খোলোয়াড় হিসেবে মাহফুজা আক্তার এই সাইকেল উপহার পায়।
এ উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমানসহ সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজকে মাদক ও বাল্য বিয়ে মুক্ত করতে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন সচেতনতামূলক দিকনির্দেশনা। তারা জেলার বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। এক কথায় তারা জেলার প্রতিনিধিত্ব করেন। এছাড়া এলাকার মানুষের দুঃখ দুর্দশাও কমাতে কাজ করছে তারা।